ব্যবহারকারীর শরীরে জ্বর আছে কি না, তা শনাক্ত করার সুবিধা থাকতে পারে অ্যাপলের আসন্ন ‘ওয়াচ সিরিজ ৮’-এ। ঘড়িটির আসন্ন ফিচারের কথা উঠে এসেছে মার্কিন প্রকাশনা ব্লুমবার্গের অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যানের প্রতিবেদনে।

তার ধারণা, জ্বরের সঠিক পরিমাপ না দিলেও শারীরিক তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করতে পারবে এই ফিচার, যা থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ অথবা ডাক্তার দেখাতে আগ্রহী করবে ব্যবহারকারীকে। গারম্যান আরও বলছেন, প্রাথমিক যাচাইয়ে সফল হতে হবে শারীরিক তাপমাত্রা পরিমাপের এই সেন্সরকে।

শারীরিক তাপমাত্রা পরিমাপের নতুন এই সেন্সর নিয়ে বছরখানেকের বেশি সময় ধরে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২১ সালের জুন মাসে এই সম্ভাবনার কথা প্রথম চিহ্নিত করেন গারম্যান। শারীরিক তাপমাত্রা পরিমাপের সেন্সরটির পাশাপাশি গারম্যান আরও বলেছেন, অ্যাপল ওয়াচের হার্ডওয়্যারে ‘সামান্য পরিবর্তন’ থাকতে পারে।