স্মার্টফোন থেকে অর্থ চুরি করা ম্যালওয়্যারযুক্ত আটটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে গুগল প্লেস্টোরে। অ্যাপগুলো ব্যবহারকারীদের অজান্তেই অর্থের বিনিময়ে বিভিন্ন সেবা ব্যবহারের নিবন্ধন করে থাকে। এমনকি সেবাটি ব্যবহারের জন্য অর্থও পরিশোধ করে। ফলে নিজের অজন্তেই স্মার্টফোন থেকে অর্থ খরচ হয় ব্যবহারকারীদের।

‘অটোলাইকোস’ নামের এই ম্যালওয়্যারটির সন্ধান পেয়েছেন ফ্রান্সের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘এভিনা’র নিরাপত্তা গবেষক ম্যাক্সিম ইনগ্রাও। গুগল প্লেস্টোরে অটোলাইকোস ম্যালওয়্যারযুক্ত আটটি অ্যাপের সন্ধান পেয়েছেন ম্যাক্সিম ইনগ্রাও। গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেয়ায় এরই মধ্যে ৩০ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে অ্যাপগুলো।

ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লেস্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। ম্যাক্সিম ইনগ্রাও জানিয়েছেন, অ্যাপগুলো ডাউনলোড করলেই ব্যবহারকারীদের স্মার্টফোনে ম্যালওয়্যারটি ভুয়া ইউআরএলের মাধ্যমে বিভিন্ন সেবা ব্যবহারের অনুরোধ পাঠায়। পরে ব্যবহারকারীদের অজান্তেই অর্থের বিনিময়ে সেবাগুলো নিবন্ধন করার পাশাপাশি নিবন্ধনের সময়সীমাও হালনাগাদ করে।

অটোলাইকোস ম্যালওয়্যারযুক্ত আটটি অ্যাপ হলো—রেজার কি–বোর্ড অ্যান্ড থিম, ভ্লগ স্টার ভিডিও এডিটর, ফানি ক্যামেরা, কোকো ক্যামেরা, ক্রিয়েটিভ থ্রিডি লঞ্চার, জিআইএফ কি–বোর্ড, ফ্রিগ্লো ক্যামেরা এবং ওয়াও ক্যামেরা। ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।