মিডিয়া প্লেয়ার সফটওয়্যারের মাধ্যে অন্যতম ‘ভিএলসি মিডিয়া প্লেয়ার’। সম্প্রতি এই মিডিয়া প্লেয়ার নিষিদ্ধ করেছে ভারত সরকার। দেশটির গণমাধ্যমের দাবি, দু’মাস আগেই ভিএলসিকে ব্লক করেছে দেশটির সরকার।

কিন্তু কেন নিষেধাজ্ঞা তা সরকার কিংবা সংশ্লিষ্ট সংস্থা কেউই কিছু জানায়নি। এ ব্যাপারে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিএলসি যে ভিত্তি বা প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেই প্ল্যাটফর্ম ব্যবহার করেই চীনের হ্যাকাররা ভারতে সাইবার হামলা চালায়। কয়েক মাস আগেই দেখা গিয়েছিল চীনের হ্যাকিং গোষ্ঠী সিসাডা ভিএলসির প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতে সাইবার হানা চালাচ্ছে।

ভিএলসি কম্পিউটার বা মোবাইলে নিলেই তার মাধ্যমে ক্ষতিকর ম্যালওয়্যার ঢুকে পড়ছে। কিন্তু ঠিক কী কারণে ভারতে ভিএলসি নিষিদ্ধ করা হলো, তা এখনো স্পষ্ট নয়। দেশটির সরকার এ ব্যাপারে এখনো কিছুই জানায়নি। দেশটির সব বড় বড় ইন্টারনেট প্রদানকারী সংস্থাও ভিএলসি বন্ধ করে দিয়েছে। ফলে ভিলসি ডাউনলোড করা কিংবা সেই ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।