বর্তমান বিশ্বের জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং সাইট হোয়াটসঅ্যাপ। এবার নিয়ে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা। খুব শিগগির একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন লঞ্চ করতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের বিজনেস গ্রাহকদের জন্য আসছে এই ফিচার। যদিও বিনামূল্যে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। তবে নির্দিষ্ট কয়েকটি ফিচার শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশনের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। অন্যদের তুলনায় কিছু বেশি ফিচার ব্যবহারের সুযোগ পাবেন তারা। প্রিমিয়াম সাবস্ক্রাইবারবা ভিডিও কলে ৩২জন একসঙ্গে অংশ নিতে পারবে।
আরোও পড়ুন:
আটলান্টিক মহাসাগরে ১৫০ বছরের দানবীয় রেল ইঞ্জিনের সন্ধান
খুলনায় দুইদিন বাস বন্ধের সিদ্ধান্ত
আপনি একইসঙ্গে ৪টির বেশি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এমনকি ১০টি পর্যন্ত ডিভাইসে লগইন রাখার সুযোগ পাবেন। এমনকি আপনার ওয়েবসাইটের লিঙ্কও যোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ এর এই ফিচার গুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা স্থাপন করবে। তবে সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য কত হবে সেবিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো কিছু জানায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।