সম্প্রতি রক্তচাপ মাপার স্মার্ট যন্ত্র বাজারে এসেছে। এই যন্ত্রটি চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে রক্তচাপ মাপতে পারে। শুধু তা–ই নয়, অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর মোবাইলে  ফলাফলও পাঠিয়ে দেয়।

এসব সকল তথ্য ১ বছর পর্যন্ত সংরক্ষণের সুযোগ থাকায় প্রয়োজনের সময় সহজেই চিকিৎসককে রক্তচাপের ওঠানামার ইতিহাস জানানো যায়। ইনডেক্স বিপিএম নামের যন্ত্রটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জারমিন। প্রতিষ্ঠানটির দাবি, জারমিন কানেক্ট অ্যাপ কাজে লাগিয়ে মোবাইলের পাশাপাশি স্মার্টঘড়িতেও রক্তচাপের ফলাফল জানা সম্ভব। যন্ত্রটিতে রক্তচাপ মাপার সময়ও নির্ধারণ করে দেয়া যায়।

ফলে নির্দিষ্ট সময়ে অ্যালার্ম বাজিয়ে ব্যবহারকারীদের রক্তচাপ মাপার কথা মনে করিয়ে দিতে পারে যন্ত্রটি। একসঙ্গে ১৬ জন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করতে পারে ইনডেক্স বিপিএম। ফলে পরিবারের সব সদস্যই নিজেদের রক্তচাপের তথ্য নিয়মিত সংরক্ষণ করতে পারবেন। দাম ১৫০ মার্কিন ডলার।