বর্তমান সময়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ক্যামেরা শর্টকাট ফিচার। তবে নতুন করে এই ফিচারটি আনা হয়নি। আগে থেকেই অ্যান্ড্রয়েডেই এসেছিল এই ফিচারটি।

যদিও অ্যান্ড্রয়েড ভার্সনে সমস্যার কারণে এই ফিচার পরে বাদ দেয়া হয়েছিল। কবে এই ফিচার স্টেবল ভার্সনে আসবে তা এখনও জানা যায়নি। তবে এবার নতুন করে আইফোনের জন্য আনা হচ্ছে বিশেষ এই ফিচারটি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর একটি স্ক্রিনশটে এরই ইঙ্গিত পাওয়া গেছে।

সেখানে দেখা গেছে হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য একটি ক্যামেরা শর্টকাট নিয়ে কাজ করছে। মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি আইওএস ২২.১৯.০.৭৫ আপডেটের জন্য ক্যামেরা শর্টকাট নিয়ে আসতে চলেছে। শর্টকাটটি নেভিগেশন বারে স্থাপন করা হবে এবং ভবিষ্যতে একটি সম্প্রদায় তৈরি করতে পারে এমন ব্যবহারকারীদের জন্য প্রদর্শিত হবে।