আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অনেক দিন ধরেই পরীক্ষামূলকভাবে নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। ইতোমধ্যে লেটুস পাতা, মুলা, কাঁচা মরিচসহ একাধিক সবজি চাষে সফলতা মিলেছে সেখানে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করার অনুমতি না থাকায় নিজেরাই একটি মহাকাশ স্টেশন তৈরি করছে চীন। নিজস্ব ওই মহাকাশ স্টেশনে এবার ধান চাষ করে সফলতা পেয়েছেন দেশটির মহাকাশচারীরা।

এশিয়ান নিউজের খবরে বলা হয়েছে, তিয়াংগং মহাকাশ স্টেশনে সফলভাবে ধানের চারা উৎপাদন করেছেন চীনা মহাকাশচারীরা। চীনা বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে মহাকাশে টিকে থাকার জন্য মহাকাশচারীদের খাবারের সরবরাহ করতে নতুন দিগন্তের উন্মোচন করল এই গবেষণা।

এর আগে, ধান চাষের পরীক্ষাগুলো মহাকাশে পরিচালিত হলেও এই প্রথমবার তিয়াংগং মহাকাশ স্টেশনে উদ্ভিদের সমগ্র জীবনচক্র তৈরি করার প্রচেষ্টা করা হলো এবং তাতে সাফল্যও মিললো।

গবেষণাটি ধানের বীজ দিয়ে শুরু করা হয় এবং ধান গাছ জন্মানোসহ সেই গাছ পরিপক্কভাবে বেড়ে তুলে তা থেকে নতুন বীজ উৎপাদন করে শেষ হয়।