অপরিচিত নম্বর শনাক্ত করার জন্য ট্রুকলার অ্যাপ বেশ জনপ্রিয়। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বেশ দরকারি অ্যাপ এটি। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

কোন এলাকার সিম, কার নামে সিম ইত্যাদি জেনে নেওয়া যায় সহজেই। সবচেয়ে সুবিধা হয় কোনো অবাঞ্ছিত ফোন এলে। এই যেমন বিভিন্ন কাস্টমার সার্ভিসের নম্বর থেকে কল এলে ট্রুকলারই দেখিয়ে দেয় তা স্প্যাম কল কি না।

ফলে কোন ফোনটি রিসিভ করবেন এবং কোনটি এড়িয়ে যাবেন, সে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যায়। তবে এবার ট্রুকলার তাদের জনপ্রিয় এক ফিচার বন্ধ করেছে।

সেটি হচ্ছে কল রেকর্ডিংয়ের সুবিধা। এখন থেকে ট্রুকলার অ্যাপে কল স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং হবে না। ট্রুকলার তাদের অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার বন্ধ করেছে। আগামী মাস থেকে গুগল অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কল রেকর্ডিং নিষিদ্ধ করবে।

এ নিষেধাজ্ঞার কথা সামনে আসা মাত্রই জনপ্রিয় কলার আইডেন্টিটিফায়ার তথা কল ব্লকার সংস্থা ট্রুকলার তার প্ল্যাটফর্ম থেকে কল রেকর্ডিং ফিচারটি সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে।

ট্রুকলারের মুখপাত্র বলেন, গুগল ডেভেলপার প্রোগ্রামের নতুন পলিসি মেনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ গুগলের আপডেটের জেরেই ট্রুকলার আর কল রেকর্ডিংয়ের সুবিধা অফার করতে পারবে না।