আজম খান, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় এক মাস ব্যাপী বেকার যুবক ও যুবতীদের বেসিক কম্পিউটিং, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিলান্সিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারী।
উপজেলা পরিষদ ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণে সহযোগিতা করেছে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এর আগে গত ২৩ মে কোর্স দুটির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বর্ণ আইটি।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) ফেরদৌস রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।