আমাদের দৈনন্দিন জীবনে ল্যাপটপ/কম্পিউটারের ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। অফিস, আদালত কিংবা বাসা-যেখানেই থাকেন, যেকোনো দাপ্তরিক কাজে ল্যাপটপ/কম্পিউটারের বিকল্প এখনও বের হয়নি। তবে, আমরা নতুন কম্পিউটারটিতে কাজ করে যেমন মজা পাই, কম্পিউটারটি কিছুদিন পুরনো হলেই কাজে দেখা দেয় নানা সমস্যা।

কম্পিউটারটি ধীর গতির হয়ে যায়। কাজ করতে দেখা গেলে অনেক সময় নষ্ট হয়। কম্পিউটার পুরোনো হলে এই গতি কমা স্বাভাবিক। কিন্তু পুরনো হওয়া ছাড়াও আরও কিছু কারণে কম্পিউটার স্লো/ধীর গতির হয়ে যেতে পারে। আসুন জেনে নেই কী কী কারণে আপনার কম্পিউটার স্লো হতে পারে-

কম্পিউটার চালুর সময় যে সফটওয়ার চলে

কম্পিউটার চালু করার সময় কোন অ্যাপগুলো সক্রিয় হবে তা নির্ধারণ করা যায়। অবশ্য সফটওয়ার ইনস্টল দিলেই প্রত্যেক সফটওয়ার এমন পারমিশন নেয়। কিন্তু স্টার্ট আপে কোন সফটওয়ার সক্রিয় হবে তা নির্ধারণ করে দিন। কারণ এগুলো চালু করতে গিয়ে কম্পিউটারে চাপ পড়ে এবং কম্পিউটার ধীরগতির হয়ে পড়ে।

কম্পিউটারের হার্ড ড্রাইভ

কম্পিউটারের হার্ড ড্রাইভে অতিরিক্ত তথ্য রাখলে কিংবা বেশি সফটওয়ার ইনস্টল করলে কম্পিউটারের গতি কমে যেতে পারে। তাই মাত্রাতিরিক্ত ফাইলে কম্পিউটার বোঝাই না করাই ভালো।

উইন্ডোজ আপডেট না দেয়া

কম্পিউটারের অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট না দিলেও কম্পিউটার ধীরগতির হয়ে যেতে পারে। নতুন ভার্সন না দিলে অনেক সময় কম্পিউটারের ফাইলগুলো দেরিতে সক্রিয় হয়। তাই উইন্ডোজ নিয়মিত আপডেট দিতে হবে।