দক্ষিণ কোরিয়ার গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটন ইনকর্পোরেটেডের জনপ্রিয় ব্যাটল-রয়াল গেমে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় সরকার।
নিষেধাজ্ঞা নিয়ে এখনও কোনো প্রকাশ্য ঘোষণা না দিলেও বৃহস্পতিবার বিকেল থেকে গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ভারত থেকে গেমের অ্যাপটি আর দেখা যায়নি। এর কারণ হিসেবে চীনে ডেটা শেয়ারিং ও মাইনিং শঙ্কার কথা উল্লেখ করেছে দেশটি।
গেমটির নাম ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (বিজিএমআই)’। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ভারতের আইটি আইনের বরাতে ‘বিজিএমআই’ গেমে নয়া দিল্লি নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তা ও এ বিষয় সংশ্লিষ্ট একটি সূত্র। এ লক্ষেই ২০২০ সালে আইন তৈরি করেছিল ভারত যার আশ্রয়ে সে সময় চীনের অন্যান্য অ্যাপ নিষিদ্ধ হয়েছিল দেশটিতে।
নিষেধাজ্ঞায় আক্রান্ত ‘বিজিএমআই’ গেমের প্রায় ১০ কোটি গ্রাহক রয়েছে ভারতে। ২০২০ সালে ক্রাফটনের আরেকটি টাইটেল ‘প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)’ গেমেও নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।