ক্রিকেট প্রেমীদের জন্য এমন ইয়ারবাড হতে পারে আদর্শ। ওয়্যারলেস এই ইয়ারবাডটিতে সব ধরনের সুবিধার পাশাপাশি পাওয়া যাবে লাল রঙের ক্রিকেট বলের কেচিং।
এই অভিনব ইয়ারবাডটি বাজারে আনছে ভারতীয় সংস্থা উবন। উবন বিটি-২১০ (UBON BT-210) ক্রিকেট বল ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে ৩০এমএএইচ ব্যাটারি। এতে দেয়া হয়েছে ডুয়াল মাইক্রোফোন। ব্লুটুথ ৫.০-এর কারণে সহজেই সকল ফিচার কাজ করে এই ইয়ারবাডে। এছাড়াও ব্লুটুথের মাধ্যমে কল রিসিভ এবং ডিসকানেক্ট সবই করা যাবে এতে।
ফোন কল কাটা বা ধরার জন্য টাচ কন্ট্রোল ফিচার রয়েছে এতে। পাশাপাশি, ডুয়াল মাইক সাপোর্ট, সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধাও রয়েছে এই বাডে। নির্মাতারা বলছেন, প্রিমিয়াম অভিজ্ঞতাসহ শক্তিশালী সাউন্ড কোয়ালিটি এবং দুর্দান্ত ব্যাটারি লাইফ অফার করবে ইয়ারবাডটি। একবার চার্জে টানা ২০ ঘণ্টা চলবে উবন বিটি-২১০।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।