টুং একটা শব্দের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত মোবাইলে স্ক্রিনে ভেসে উঠছে ঈদের শুভেচ্ছা বার্তা। সবাই ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানাতে অভ্যস্ত হয়ে উঠেছে।

ঈদের শুভেচ্ছা এখন সবাই জানায় ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

সেই সঙ্গে ইমো, টুইটার, ই-মেইল থাকছে গ্রাহকদের নাগালে। সোমবার (২ মে) ঈদের আগের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মোবাইল স্ক্রিন ভরে গেছে অনলাইন ঈদ শুভেচ্ছা বার্তায়।

এ প্রজন্মের অনেকেই জানে না ঈদ কার্ড কী। অথচ ১৫ বছর আগেও ব্যাপকভাবে প্রচলন ছিল ঈদ কার্ডের। তখন ঈদ এলেই চাঁদরাত পর্যন্ত বন্ধুরা একে অন্যকে কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাত। সেই রেওয়াজ এখন আর নেই।

সেই জায়গা এখন দখল করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। অল্প কিছুদিন আগেও মোবাইল অপারেটরদের মাধ্যমে এসএমএসের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাত অনেকে। বলতে গেলে সেই রেওয়াজটাও হারানোর পথে।