বর্তমানে বিশ্বের শীর্ষ ধনির তালিকায় রয়েছে ইলন মাস্ক। সম্প্রতি নব্বই দশকের তার লেখা একটি প্রেমপত্র ফাঁস হয়েছে। এটি প্রকাশ্যে এনেছেন জেনিফার গোয়েন নামের এক তরুণী।
সবেক এই প্রেমিকার দাবি, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ার সময় দুজন দুজনের প্রেমে মজেছিলেন তারা। ১৯৯৪ সালের সেই প্রেমের সম্পর্কের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেছে। তবুও সেই সুখস্মৃতিগুলো এখনও যত্নে আগলে রেখেছেন জেনিফার।
তবে ভবিষ্যতে সে সব জিনিস আর নিজের কাছে রাখতে চান না তিনি। তাই ইলনের দেয়া জন্মদিনের কার্ড, চিঠি ও কম বয়সের নানা কীর্তিকলাপের ছবি থেকে সোনার লকেট, সবই নিলামে তুললেন তিনি। নিলামের প্রেমের সব স্মৃতির মধ্যে ইলনের প্রেমপত্রের নিলাম দামই সবচেয়ে বেশি উঠেছে।
যার মূল্য ১২ হাজার ডলারেরও বেশি। সাবেক প্রেমিকাকে একটি সোনার লকেট উপহারও দিয়েছিলেন তিনি। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ ডলার। সে সময়ের দুজনের তোলা প্রিয় মুহূর্তের একটি ছবির দাম ছাড়িয়েছে লাখ টাকারও বেশি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।