সম্প্রতি ক্লাউড ফোন পরিসেবায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছে জুম। ফলে নিরাপত্তা সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেলো এই অ্যাপ।ব্যবহারকারী এখন চাইলে একক কলে এই পরিষেবাটি চালু করে নিতে পারবে।
জানা গেছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু থাকলে কলিংয়ের সময় ক্রিপ্টোগ্রাফিক কি’র মাধ্যমে একে নিরাপদ করা হবে যা উভয়পক্ষের রিসিভিং ডিভাইসই শুধু সেটাকে ডিকোড করতে পারবে। ব্যবহারকারী এই পরিষেবাটি ভেরিফাই করতে পারবে অন্য কাউকে সিকিউরিটি কোড পাঠানোর মাধ্যমে। টেক ওয়েভ সাইট এনগেজেট জানায়, আপাতত এই পরিষেবাটি পাবে শুধু একই প্রতিষ্ঠানের দুটি জুম অ্যাকাউন্ট থেকে কল করলে।
এক্ষেত্রে ব্যবহারকারী দুজনের জুম ফোন ডেস্কটপ অথবা মোবাইল অ্যাপ থাকতে হবে এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডিং বন্ধ রাখতে হবে। এরপর অ্যাডমিনকে কল অ্যাক্টিভেট হওয়ার আগেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করে নিতে হবে। তবে খুব শিগগিরই গ্রুপ মিটিংয়েও এটা চালু হবে। একেকটি ব্রেকআউট রুমের নিজস্ব এনক্রিপশন কি থাকবে। সেখানে অ্যাকাউন্টের মালিক অথবা অ্যাডমিনকে এটি চালু করে নিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।