সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘স্পাইডারল্যাবস’ ফেসবুক পাসওয়ার্ড চুরির নতুন একটি প্রতারণা শনাক্ত করেছে। মেসেঞ্জার চ্যাটবট অপব্যবহার করে ফেসবুকের পাসওয়ার্ড চুরি করার বিষয়টি ফাঁস করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকরা বলছেন, ফেসবুক ব্যবহারকারীর পরিচয় এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা প্রতারকদের মূল লক্ষ্য। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে, প্রথমে ভুক্তভোগীকে ফেসবুকের ছদ্মবেশে একটি ইমেইল বার্তা পাঠায় আক্রমণকারী। ওই বার্তার দাবি, সাইটের কমিউনিটি নীতিমালা ভঙ্গের কারণে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে ভুক্তভোগীর অ্যাকাউন্ট।

এছাড়া, ইমেইলে একটি ‘অ্যাপিল নাও’ লিংকও জুড়ে দেয়া হয়, যা কথিত নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করার সুযোগ দেয় ভুক্তভোগীকে। ভুক্তভোগী ‘অ্যাপিল নাও’ লিংকে চাপ দিলে তাদের একটি মেসেঞ্জার চ্যাটবটে নেয়া হয়। সেই চ্যাটবটে তাদের আরেকটি ‘অ্যাপিল নাও’ লিংকে চাপ দিতে বলে হ্যাকাররা। চ্যাটবটের ‘@case932571902’ নামে একটি নিজস্ব অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃপক্ষের নয়।