করোনার ঘরবন্দি সময়টাতে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছিল প্রযুক্তির উপর। সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমের জনপ্রিয়তা সে সময়ে বেড়েছে কয়েকগুণ। তবে জীবন স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্যস্ততাও বেড়েছে, অন্যদিকে কমেছে অনলাইন গেমের গ্রাহক। এজন্য অনেক কোম্পানি তাদের গেম অ্যাপ বন্ধ করে দিচ্ছে।

সম্প্রতি ফেসবুকও তাদের জনপ্রিয় গেম অ্যাপ বন্ধ করে দিচ্ছে। ২০১৮ সালে গেমিং অ্যাপ ‘টুইচ’ লঞ্চ করেছিল ফেসবুক। তবে ২০২০ সালের এপ্রিলে মহামারির সময়টাতে এর জনপ্রিয়তা এবং গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। তবে এবছর ফেসবুক গেমিং অ্যাপটি খুব বেশি ব্যবহার হচ্ছে না।

এজন্য গেমিং অ্যাপই বন্ধ করে দিচ্ছে ফেসবুক। মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ২৮ অক্টোবর থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয় জায়গা থেকেই সরানো হবে ফেসবুক গেমিং অ্যাপটিকে। টুইচ এবং ইউটিউবকে টেক্কা দেয়ার জন্য ফেসবুক এই গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করে। সেই সময়ে ই-স্পোর্টস কমিউনিটি এই গেমিং অ্যাপের জন্য ফেসবুকের উপরে ক্ষোভ উগড়ে দিয়েছিল।

তবে সেদিকে খুব একটা পাত্তা দেয়নি ফেসবুক। এখন কী কারণে টেক জায়ান্টটি তার গেম স্ট্রিমিং অ্যাপ বন্ধ করছে, তা স্পষ্ট নয়। এই গেমিং অ্যাপ বন্ধের কোনও কারণ জানায়নি মেটা। যদিও ফেসবুক তার গেমিং পরিষেবার ওয়েব-ভিত্তিক সংস্করণ চালিয়ে যাবে। এটি ফেসবুকের প্রধান সোশ্যাল মিডিয়া অ্যাপেও পাওয়া যাবে।