সম্প্রতি চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে আসছে চার্জিংয়ে যুগান্তকারী প্রযুক্তি। এবার প্রতিষ্ঠানটি তাদের ফোন ব্যবহারকারীদের জন্য ‘১৮০ ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তি উন্মোচন করেছে।
জানা গেছে, সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহারটি করা হচ্ছে ইনফিনিক্সের বিশেষ ফ্ল্যাগশিপ ফোনে। যা এই বছরের শেষ দিকে বাজারে আসবে। প্রতিষ্ঠানটি দাবি করছে, মাত্র ৮ মিনিটেই তাদের ফোন ফুল চার্জ হবে। ৪৫০০ এমএএইচ সক্ষমতার একটি ব্যাটারি ১ শতাংশ থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৪ মিনিট। ফুল চার্জ হতে সময় নেবে ৮ মিনিট।
ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, গত বছর ইনফিনিক্সের ১৬০ ওয়াট ফাস্ট-চার্জিংয়ের প্রযুক্তি আনার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এবারের ১৮০ ওয়াট থান্ডার চার্জ ইন্ডাস্ট্রিতে যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রাহকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা পাবে। ফাস্ট-চার্জ প্রযুক্তির মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরও সহজ ও কার্যকর করতে চায়। যাতে ডিজিটাল লাইফস্টাইল উপভোগ সহজতর হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।