সম্প্রতি সার্চে নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল। সার্চ বক্সে কোনও তথ্য সহজে খুঁজে পাওয়ার একটি কার্যকরী উপায় হলো শব্দ বা বাক্যাংশের দুই পাশে উদ্ধৃতি চিহ্ন দিয়ে অনুসন্ধান করা।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে গুগল অনুসন্ধানের প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে।

জানা গেছে, গুগল অনুসন্ধানে নতুন একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জনটি। ফলে কোটেশন চিহ্ন দিয়ে সার্চ করার পর ফলাফলের লিংকের নিচে ছোট স্নিপ্ট-এর মাধ্যমে ওয়েবসাইটের কোন পেজে ওই নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশটি রয়েছে তা প্রদর্শিত হবে।

নতুন এই পরিবর্তন সম্পর্কে গুগল তাদের ব্লগ পোস্টে একটি ছবি শেয়ার করেছে। যেখানে তারা ব্যাখ্যা করেছে এটি কীভাবে কাজ করবে।

ছবিতে দেখা যায়, গুগল সার্চের বক্সে ‘গুগল সার্চ’ লিখে অনুসন্ধানের পর প্রথম দুটি ফলে যে পেজে এই শব্দ দুটো রয়েছে তাতে বোল্ড করা বাক্যাংশ হিসেবে গুগল সার্চ প্রদর্শিত হয়েছে।

মূলত এই বোল্ড এবং লিস্ট আকারে কোনও শব্দ বা বাক্যাংশ গুগল অনুসন্ধানের ফলাফলে প্রদর্শিত হওয়াকেই স্নিপ্ট বলে। তবে ব্লগ পোস্টে গুগল এই নতুন অনুসন্ধান সম্পর্কে সতর্কবার্তাও দিয়েছে।

যেমন কিছু টেক্সট মেটা ডেসক্রিপশন ট্যাগ বা অল্ট টেক্সটে লুকানো থাকতে পারে এবং একটি ওয়েবপেজে সহজে দেখা না-ও যেতে পারে।