গর্ভপাতের ক্লিনিক, পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য স্থানে যাওয়া ব্যক্তিদের অবস্থানের তথ্য মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল।
যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাত অনুমোদন দেয় এমন ঐতিহাসিক আইন সম্প্রতি সুপ্রিম কোর্ট বাতিলের পর শুক্রবার (২ জুলাই) জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। সেবাগ্রহীতাদের গোপনীয়তা রক্ষা করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে এএফপি ও রয়টার্স।
গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেন ফিটজপ্যাট্রিক এক ব্লগ পোস্টে বলেন, ‘যদি আমাদের সিস্টেমগুলো শনাক্ত করতে সক্ষম হয় যে ওই জায়গাগুলোতে কেউ গেছেন, তখন লোকেশন হিস্ট্রি থেকে তাদের সেখানে যাওয়ার তথ্য মুছে দেব আমরা। আগামী সপ্তাহগুলোতে এ পরিবর্তন কার্যকর হবে।’ অন্য যেসব জায়গা থেকে গুগল সেবাগ্রহীতাদের অবস্থানগত তথ্য সংরক্ষণ করবে না, তার মধ্যে রয়েছে বন্ধ্যত্বের চিকিৎসাকেন্দ্র (ফার্টিলিটি সেন্টার), মাদক নিরাময়কেন্দ্র এবং ওজন কমানোর ক্লিনিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।