চলতি বছরে (২০২২ সাল) প্রথম ৬ মাসে প্রায় ৭ হাজার ৪২২ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন।
সোমবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মোবাইল অপারেটর এ প্রতিষ্ঠান। বলা হয়েছে, গত বছর একই সময়ের তুলনায় রাজস্ব বৃদ্ধির হার ৫.২ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে আরও ৯ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোন নেটওয়ার্কে যুক্ত হয়েছে, ফলে বছরের প্রথমার্ধ শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৬ লাখে। গ্রামীণফোনের ৪ কোটি ৬২ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।