সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট ২০ টাকা করেছে গ্রামীণফোন। শুক্রবার (২ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি।

তবে এক বিবৃতিতে কোম্পানি বলছে, গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো কিনতে পারবেন। এই প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।

এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুই দিন এবং তিন দিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।