ঈদকে সামনে রেখে গ্রামীণফোন ও দেশের স্মার্টফোন ব্র্যান্ডগুলো আয়োজন করেছে ডিভাইস ফেয়ার জিপিসি’ শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলা। দেশজুড়ে আয়োজিত এ মেলা চলবে ৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত।

জিপি অনলাইন শপ ও দেশের ২৪৩টি গ্রামীণফোন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল (৩ জুলাই) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গ্রামীণফোন। সংবাদ বিজ্ঞপ্তিতে বরা হয়, আসন্ন ঈদের আনন্দকে দ্বিগুণ করতে গ্রামীণফোন ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন কেনার সুযোগ করে দিচ্ছে। মেলায় অংশগ্রহণ করেছে স্যামসাং, শাওমি, রিয়েলমি, টেকনো, আইটেল সিম্ফনি, ভিভো ও অপোসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড।

মেলায় স্মার্টফোন ব্র্যান্ড এবং গ্রামীণফোন ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় গিফট, সাথে থাকছে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে নানা অফার। যেসব ক্রেতা এ স্মার্টফোন মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনবেন, গ্রামীণফোনের পক্ষ থেকে তারা পাবেন এক বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি)। এছাড়া, প্রথম একশ ক্রেতা, যারা গুলশান জিপি এক্সপেরিয়েন্স সেন্টার, জিপি হাউজ এবং চট্টগ্রাম এক্সপেরিয়েন্স সেন্টার থেকে ই-সিম এনাবেল হ্যান্ডসেট কিনবেন, তারা পাবেন বিশেষ গিফট হ্যাম্পার।