বিশ্বের জন্যপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক। বন্ধুদের সঙ্গে নিজের আনন্দের মুহূর্তগুলো নিয়মিত বিনিময় করে থাকে অনেকে। তবে অনেক সময় আবার ফেসবুক পোস্টে করা মন্তব্য বা ছবির কারণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

চাইলেই কিন্তু ফেসবুক পোস্টের তথ্য ও ছবি পরিবর্তন করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পোস্ট পরিবর্তন করার জন্য প্রথমে নিজের প্রোফাইলে প্রবেশ করে যে পোস্ট সম্পাদনা করতে হবে, তা নির্বাচন করতে হবে।

এবার পোস্টের ডান পাশের ওপরে থাকা আড়াআড়ি তিনটি ডটমেনুতে ক্লিক করলেই ‘এডিট পোস্ট’ অপশন দেখা যাবে। এডিট পোস্ট অপশন কাজে লাগিয়ে তথ্য ও ছবির আকার পরিবর্তনের পাশাপাশি নতুন ছবিও যোগ করা যাবে। চাইলে নতুন করে পুরো পোস্ট লেখারও সুযোগ মিলবে। তথ্য পরিবর্তনের পর সেভ অপশনে ক্লিক করলেই সম্পাদনা করা পোস্টটি ফেসবুকে দেখা যাবে।