বর্তমানে ছোট ভিডিওর জনপ্রিয় অ্যাপ টিকটক। এটি টিকটক ব্যবহারে শুরুতেই একটি প্রোফাইল এবং ইউজার নাম দিতে হয়। তবে অনেক ব্যবহারকারীই বিভিন্ন কারণে টিকটকের প্রোফাইলে থাকা নাম পরিবর্তন করতে চান। কেউ আবার ইউজার নামও পরিবর্তন করতে চান।
ইচ্ছে করলে টিকটকে থাকা প্রোফাইল ও ইউজার নাম পরিবর্তন করা সম্ভব। নাম পরিবর্তনের জন্য প্রথমেই টিকটকের প্রোফাইল আইকন চেপে ধরে প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এবার Edit profile অপশন নির্বাচন করে টিকটকে থাকা নাম নির্বাচন করলেই নতুন একটি পর্দা চালু হবে। এবার নতুন নাম লিখে ডান পাশের ওপরে থাকা Save অপশনে ক্লিক করলেই প্রোফাইল নাম পরিবর্তন হয়ে যাবে।
ইউজার নাম পরিবর্তনের জন্য Edit profile অপশন থেকে একই পদ্ধতিতে ইউজার নাম নির্বাচন করলে নতুন পর্দা চালু হবে। এবার স্বতন্ত্র অক্ষরের নতুন নাম লিখে ডান পাশের ওপরে থাকা Save অপশনে ক্লিক করলেই নতুন ইউজার নাম দেখা যাবে। মনে রাখতে হবে, টিকটকে ইউজার নাম ৩০ দিনের মধ্যে পরিবর্তন করা যায় না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।