বর্তমানে সময়ে জীবনের একটি আংশ হয়ে গেছে স্মার্টফোন। দৈনন্দিন বহু প্রয়োজনে আমরা স্মার্টফোন ব্যবহার করি যেমন– যোগাযোগ রক্ষা, খবর দেখা ইত্যাদি।

এটা সত্য যে কাজ ছাড়াও অপ্রয়োজনে স্মার্টফোন ব্যবহার করে সময় নষ্ট করে থাকি আমরা। নষ্ট সময় থেকে বাঁচতে চাইলে অ্যানড্রয়েড স্মার্টফোনে সবচেয়ে কার্যকর ফিচার হচ্ছে ‘ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল’। সেটিংস অপশনে গেলেই পাওয়া যাবে ফিচারটি।

নিজেদের ইচ্ছামতো সেটিংস ঠিক করে নিলেই হলো!প্যরেন্টাল কন্ট্রোলের মাধ্যমে যে কোনো অ্যাপ সীমাবদ্ধ করা কিংবা কনটেন্ট ফিল্টার করে দেয়া সম্ভব। এ ছাড়া কোন কাজে কতক্ষণ খরচ করা হলো, সেটাও জানা যাবে।