আমাদের কম্পিউটার বা মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকা সত্ত্বেও শুধু ব্রাউজারের কারণে ওয়েবপেজ চালু হতে অনেক সময় নেয়। মাঝে মধ্যে করে ব্রাউজার বন্ধও হয়ে যায়।
এর কারণ হলো- দীর্ঘদিন ব্যবহারকারীদের বিভিন্ন তথ সংগ্রহের ফলে ব্রাউজারের গতি একদম কমে যায়। চাইলে ব্রাউজারে থাকা ক্যাশ, কুকিজ এবং হিস্ট্রি মুছে ফেলে এ সমস্যার সমাধান করা সম্ভব। ক্রোম ব্রাউজার: ক্রোম ব্রাউজারের ডান পাশের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘More tools ’ টুল নির্বাচনের পর ‘Clear Browsing Data’ অপশনে ক্লিক করতে হবে।
এবার সময়সীমা নির্দিষ্ট করে ‘browsing history’, ‘cookies and other site data’ এবং ‘download history’ অপশন নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা Clear data বাটনে ক্লিক করলেই ব্রাউজারের সংগ্রহ করা সব তথ্য মুছে যাবে। ফায়ারফক্স ব্রাউজার: ফায়ারফক্স ব্রাউজার চালুর পর প্রথমে ডান পাশের ওপরে থাকা মেন্যুতে ক্লিক করে settings থেকে Privacy and Security অপশন নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে Cookies and Site Data এবং history নির্বাচন করে Clear Data অপশনে ক্লিক করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।