বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিকমাধ্যমকে ইনস্টাগ্রাম। ছবি, ভিডিওর পাশাপাশি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ইনস্টাগ্রাম রিলস এবং স্টোরিও। তবে আপনি কাদের স্টোরিতে ঢুঁ মারছেন, সে নোটিফিকেশন পেয়ে যান ইউজাররা। কিন্তু জানেন কী, গোপনেও অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখে নেয়া যায়? সে পদ্ধতি না জানা থাকলে চটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।
ইনস্টাগ্রামে পোস্ট করা আপনার কোনো ছবি কিংবা ভিডিও কারা দেখছেন, তার বিস্তারিত তথ্য জানা যায় না। কিন্তু আপনার দেয়া স্টোরিতে কে কে চোখ রেখেছেন, তা দেখে নেয়া যায় অনায়াসেই। এবার ভাবুন, আপনি কারও স্টোরি দেখতে চান, কিন্তু চান না সেই মানুষটি তা জানতে পারেন। এক্ষেত্রে একটি নয়, তিনটি উপায় রয়েছে।
প্রথম উপায়
যে স্টোরিটি দেখতে চাইছেন সেটিতে ক্লিক না করে IG স্টোরি সেকশনটিতে ক্লিক করুন।
যে স্টোরিটিতে ঢুকেছেন তা পজ করে রাখুন বা থামিয়ে দিন। তারপর সেটিকে সোয়াইপ করে বাঁ-দিকে টেনে আনুন।
মনে রাখতে হবে, যে স্টোরিটি গোপনে দেখতে চাইছেন, তা খুব সূক্ষ্মহাতে ধীরে বাঁ-দিকে ড্র্যাগ করে আনতে হবে।
অর্থাৎ এই সময়টায় আপনি দুটি স্টোরির মাঝখানে রয়েছেন। এবার যে স্টোরিটি দেখতে চান, সেটি দেখে নিতে পারবেন। সেই ইউজার বিষয়টি জানতেও পারবেন না।
এখানে বলে দেয়া জরুরি, আপনি কিন্তু সেই ইউজারের আইজি স্টোরির অল্প অংশই বা প্রিভিউই দেখতে পাবেন।
দ্বিতীয় উপায়
অ্যান্ড্রয়েড বা iOS ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
স্টোরিগুলো লোড হওয়ার সময় দিন।
এবার ফোনটির এয়ারপ্লেন মোডটি অন করে দিন।
এই মোড অন থাকাকালীন কারও ইনস্টাগ্রাম স্টোরি দেখলে, ইউজার তা জানতে পারবেন না।
তৃতীয় উপায়
Chrome IG Story ইনস্টল করে ফেলুন।
ইনস্টাগ্রামের ওয়েব ভার্সান থেকে এবার লগ ইন করুন।
ক্রোম এক্সটেনশন থেকে ইনস্টাগ্রাম স্টোরি দেখলে ইউজারের কাছে কোনো নোটিফিকেশন যায় না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।