লেখালেখির জনপ্রিয় মাধ্যম গুগল ডক। যারা নিয়মিত লেখালেখি করেন বা ফ্রিল্যান্সিং করেন তারা ডক ফাইল ব্যবহার করেন অনেক বেশি। নিজের পছন্দের ভাষায় যে কোনো ডকুমেন্ট অনুবাদ করার জন্য আছে গুগলের ট্রান্সলেটর। তবে ডক ফাইলে অনুবাদ করার সুযোগ ছিল না। এবার থেকে সেই সুবিধা দিচ্ছে গুগল। ডক ফাইলও নিজের পছন্দের ভাষায় অনুবাদ করতে পারবেন।

যেভাবে পছন্দের ভাষায় অনুবাদ করবেন
প্রথমে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে গুগল ডক অনুবাদ করা দরকার, সেটা খুলতে হবে।

এবার উপরের ম্যেনু বার থেকে টুলস অপশনে ক্লিক করুন।

এখান থেকে বেছে নিতে হবে ড্রপ ডাউন অপশন।

এবার ট্রান্সলেটর ডকুমেন্ট অপশনে ক্লিক করুন।

ট্রান্সলেটর ডকুমেন্টে নাম এন্টার করতে হবে।

আবার ড্রপ ডাউন থেকে যে ভাষায় লেখা অনুবাদ করা দরকার, সেটা সিলেক্ট করতে হবে।

সবশেষে ট্রান্সলেট অপশন নির্বাচন করলেই হয়ে যাবে।