হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম। এর ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক আপডেট ফিচার আনছে মেটা।
ফের আরও একটি ফিচার আনার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট লিস্টের মধ্যেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখতে পাবেন। ওয়েববিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই নিয়ে আসছে নতুন এই ফিচার। নতুন ফিচার নিয়ে ইতোমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করে দিয়েছে সাইটটি। এই ফিচারটি মেটার আরেক সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে আছে অনেকদিন থেকেই।
হোয়াটসঅ্যাপ এই ফিচার প্রথমে চালু করবে অ্যান্ড্রয়েডের বিটা ব্যবহারকারীদের জন্য। এতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচার দেখতে হবে অনেকটাই ইনস্টাগ্রামের স্টোরি ফিচারের মতো। সেখানে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন, যা ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।