ফের মহাকাশে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে ইরান। কয়েক মাসের মধ্যেই স্যাটেলাইট প্রেরণের সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া।
তিনি আরও বলেছেন, প্রতিটি দেশের মহাকাশে উপস্থিতি জরুরি। মহাকাশে উপস্থিতি ছাড়া রাষ্ট্রের সার্বভৌমত্ব পরিপূর্ণতা পায় না। পার্সটুডের বরাত দিয়ে তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কৃষি খাতের ব্যবস্থাপনায় স্যাটেলাইটের প্রয়োজনীয়তা রয়েছে। স্যাটেলাইট ছাড়া এই খাতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কঠিন এবং ব্যয়সাপেক্ষ। মহাকাশ গবেষণায় ইরান অনেক অগ্রগতি সাধন করেছে বলে জানান হাসান সালারিয়া।
তিনি বলেন, নিষেধাজ্ঞার একটি ইতিবাচক দিক হলো ইরান স্বনির্ভর হয়ে উঠেছে। ইরান মহাকাশ গবেষণায় অনেক সাফল্য অর্জন করেছে এবং নিজেরাই এ পর্যন্ত কযেকটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। ২০১৭ সালে ইমাম খোমেনী (রহ.) মহাকাশ কেন্দ্র সফলতার সঙ্গে স্যাটেলাইটবাহী রকেট সী-মোর্গ উৎক্ষেপণ করে এবং সেটি সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।