দুনিয়া জুড়ে বেড়েই চলেছে স্মার্ট গ্যাজেটের কদর। যুগের সাথে তাল মিলিয়ে এবার স্মার্টওয়াচের পাশাপাশি স্মার্ট গ্লাস নিয়ে হলো লেনোভো। লেনোভো’র নতুন এই চশমার নাম ‘লেনোভো গ্লাসেস টি১’।

চশমাটির মাইক্রো ওএলইডিযুক্ত দুটি গ্লাসের রেজুলেশন ১৯২০X ১০৮০ পিক্সেলস এবং রিফ্রেশ রেট ৬০ হার্জ। এছাড়া এতে দেয়া হয়েছে ইনবিল্ট স্পিকার্স। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুটি গ্লাসেই মাইক্রো ওএলইডি প্যানেল থাকার কারণে হাই পিক ব্রাইটনেস লেভেল দিতে সক্ষম হবে এটি। এআর চশমাটি ব্লু লাইট নির্গমনের জন্য টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন সাপোর্ট করে।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই-রেজিস্ট্যান্স হিঞ্জ, অ্যাডজাস্টেবল টেম্পল আর্ম এবং সস্তিদায়ক ফিটিংয়ের জন্য নোজ প্যাড। এছাড়াও ব্যবহারকারীদের কমফোর্টের জন্য তিনটি অ্যাডজাস্টেবল নোজ প্যাড দেয়া হয়েছে। গ্লাসেস টি১-এর ডিসপ্লেগুলো টিইউভি ফ্লিকার ভিডিও সার্টিফাইড।

সেই সঙ্গে এগুলো টিইউভি রাইনল্যান্ড-এর থেকে লো ব্লু লাইটের জন্যও সার্টিফিকেশন লাভ করেছে। অডিওর জন্য, স্মার্ট চশমাটিতে হাই-ফিডেলিটি বিল্ট-ইন স্পিকার রয়েছে যা পরিধানকারীদের মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখতে এবং শুনতে সক্ষম করে।

লেনোভো গ্লাসেস টি১-এ মোটোরোলা স্মার্টফোনের জন্য ‘রেডি ফর’ ফিচারটি সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটির দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে খুব শিগগির বাজারে আসবে এই এআর স্মার্ট চশমাটি।