মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের স্টোরেজ সেবা ওয়ানড্রাইভের পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন ফিচার ও নকশা আনা হয়েছে। ‘ওয়ানড্রাইভ হোম’ নামে নতুন নতুন এ ফিচারের মাধ্যমে সহজেই নিজস্ব কাজের খোঁজ রাখতে পারবেন ব্যবহারকারী।
ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ ‘মাই ফাইলস’-এ যাওয়ার আগে ‘ওয়ানড্রাইভ’ চালু করার সময়ই নতুন হোম পেজ দেখতে পাবেন ব্যবহারকারী। পেজটি দেখতে অনেকটা ‘মাইক্রোসফট অফিস’-এর অনলাইন সংস্করণে থাকা ড্যাশবোর্ডের মতো বলে জানিয়েছে প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ। ‘অফিস’ ওয়েব অ্যাপের মতোই ‘ওয়ানড্রাইভ হোম’-এ আছে ব্যবহারকারীর ফাইলের একটি তালিকা, এতে ফাইলগুলো দেখাবে তার সর্বশেষ প্রবেশের সময় অনুসারে।
তবে এখনও জনসম্মুখে এসব পরিবর্তন এখনও আসেনি বলে জানিয়েছে বিল গেটসের প্রতিষ্ঠানটি। ‘ওয়ানড্রাইভ ওয়েব’ অ্যাপের পাশাপাশি অস্ট্রেলিয়াতে ‘ওয়ানড্রাইভ মোবাইল’ অ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘ফটো স্টোরি’ নামে একটি ফিচার আনছে মাইক্রোসফট, যা অনেকাংশে ‘ইনস্টাগ্রাম স্টোরিজ’-এর মতো। চলতি বছরের শেষে তা প্রকাশিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।