একসঙ্গে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী বছরের মধ্যেই কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানায়, ১৮ হাজার কর্মী প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির জনশক্তির প্রায় ১৪ শতাংশ। প্রতিষ্ঠানটির ৩৯ বছরের প্রতিযোগিতামূলক সমৃদ্ধ ইতিহাসে এই প্রথম এ ধরনের গণছাঁটাই ঘটতে যাচ্ছে। এ ছাঁটাইয়ের আওতায় পড়ে চাকরি হারাচ্ছেন গত এপ্রিলে মাইক্রোসফটের কেনা নকিয়া হ্যান্ডসেট ইউনিটের সাড়ে ১২ হাজার কর্মী।
প্রতিবছর ৬০ কোটি মার্কিন ডলার ব্যয় সংকোচনের লক্ষ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে মাত্র ৬ হাজার কর্মীকে ছাঁটাই করার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত আরও বৃহৎ পরিসরে সিদ্ধান্ত বাস্তবায়ন করে চলেছে মাইক্রোসফট। সংবাদ মাধ্যমগুলো জানায, বিশ্বব্যাপী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির ১ লাখ ২৭ হাজার কর্মী রয়েছে।
গত ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, তার প্রতিষ্ঠান সফটওয়্যার নির্মাণ থেকে মনোযোগ সরিয়ে অনলাইন সার্ভিস, অ্যাপ্লিকেশন ও ডিভাইস নির্মাণের দিকে বেশি নজর দিচ্ছে। কর্মীদের প্রতি গণছাঁটাই সংক্রান্ত ঘোষণা পত্রে নাদেলা লেখেন, পরিবর্তনের জন্য গৃহীত এ সিদ্ধান্ত অনেক কঠিন হলেও প্রয়োজনীয় ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।