এবার ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করা যাবে ফ্যাশন কোম্পানি গুচির বিভিন্ন আউটলেটে। যুক্তরাষ্ট্রে নিজস্ব কয়েকটি শো-রুমে এ সুবিধা পাওয়া যাবে। এ সিদ্ধান্তের ফলে মূলধারার ব্যবসায় ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিলাস সামগ্রী নির্মাতা ইতালীর এই ব্র্যান্ড ক্রিপ্টোকারেন্সিতে বিল নেয়ার নতুন সেবা এ মাসের শেষ নাগাদ কয়েকটি ‘ফ্লাগশিপ’ দোকানে চালু করবে। এর মধ্যে রয়েছে লস এঞ্জেলেসের ‘রোডিও ড্রাইভ’ এবং নিউইয়র্কের ‘উস্টার স্ট্রিট’।
স্টোরগুলোয় ‘বিটকয়েন’, ‘ইথেরিয়াম’ ও ‘লাইটকয়েন’ সহ বেশ কয়েকটি ক্রিপ্টোমুদ্রায় মূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতারা। পাশাপাশি, ‘শিবা ইনু’ এবং ‘ডোজকয়েন’ ব্যবহারেও অর্থ গ্রহনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া ক্রিপ্টোর সাহায্যে শো-রুমে অর্থ পরিশোধে ‘ডিজিটাল অ্যাসেট ওয়ালেট’ অ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের ‘কিউআর’ কোড সহ একটি ইমেইল পাঠানো হবে।
এটি একটি আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপ, যেটি মোবাইল ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যায়। অদূর ভবিষ্যতে উত্তর আমেরিকার সকল শো-রুমে এই সেবা আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গুচি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।