বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হেলো ইনফিনিট গেমের বহুল প্রতীক্ষিত ‘কো-অপ মোড’-এর সার্বজনীন পরীক্ষা চলতি জুলাই মাসেই শুরু করবে গেমের নির্মাতা প্রতিষ্ঠান ‘৩৪৩ ইন্ডাস্ট্রিজ’।

এছাড়া, গেমটির ‘ক্যাম্পেইন মিশন’ পুনরায় খেলার সুবিধা আনার পরিকল্পনাও করছে নির্মাতা স্টুডিওটি, যা গেমটি উন্মোচনের সময় ছিল না। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে এক ইমেইল বার্তায় নির্মাতা জানিয়েছে, ফিচার দুটির বেটা সংস্করণ থাকতে পারে ১১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত। গেমারের কাছে যদি কোনো ক্যাম্পেইনের মালিকানা থাকে বা তিনি যদি ‘এক্সবক্স গেম পাস’-এর সক্রিয় সদস্য হন, তবে ‘হেলো ইনসাইডার’ হিসেবে সাইন আপ করে গেমের ক্যাম্পেইন মিশনে অংশ নিতে পারবেন তিনি।

এক্সবক্সে এসব মিশন খেলতে ‘এক্সবক্স ইনসাইডার অ্যাপ’ প্রয়োজন হবে গেমারের। কোনো গেমার এরইমধ্যে ‘হেলো ইনফিনিট’-এর ক্যাম্পেইন মিশন খেলে ফেললে গেম থেকে তার পাওয়া অর্জনগুলো সরে যাবে না বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ। এই পরীক্ষার জন্য নতুন একটি ‘ক্যাম্পেইন বিল্ড’ ডাউনলোড করে শুরু থেকে গেমটি খেলতে হবে গেমারকে।