বাজারে আসছে নয়েজের নতুন ইয়ারবাড নয়েজ বাডস ভিএস২০৪। এক চার্জে এটি চলবে পুরো ৫০ ঘণ্টা। এছাড়াও এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ডাইনামিক ড্রাইভার। যা দেবে দুর্দান্ত সাউন্ড পারফরম্যান্স।

এছাড়াও বাইরের শব্দ এড়াতে এতে এআই এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার দেয়া হয়েছে। এমনকি ইয়ারফোনটি হাইপারলিংক টেকনোলজি যুক্ত হওয়ায় এর চার্জিং কেসের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কাছে থাকা ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সঙ্গে থাকছে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি।

নয়েজের দাবি, মাত্র ১০ মিনিট চার্জে এটি ১২০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। একবার চার্জে চার্জিং কেসসহ ৫০ ঘণ্টা এবং এর প্রত্যেকটি ইয়ারবাড ১০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম।

ইয়ারফোনটিকে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যাবে। ভারতীয় বাজারে ইয়ারফোনটির দাম থাকছে ১ হাজার ৫৯৯ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার টাকা।