সাশ্রয়ী দামে নতুন দুই ফিচার ফোন আনল নকিয়া। মডেলগুলো হলো- নকিয়া ১১০ (২০২২) এবং নকিয়া ৮২১০ ৪জি। ফোন করা, মেসেজ আদান-প্রদান করার জন্য যারা ভালো ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোন ২টি আদর্শ।
নকিয়া ১১০ (২০২২) ফোনটিতে খুব পাতলা, কম্প্যাক্ট বডি, ফিজিক্যাল কিপ্যাড, একহাতে যথেচ্ছ ব্যবহারের জন্য কার্ভড ব্যাক প্যানেল রয়েছে। ফোনটি শক্তপোক্ত, ঠিক নকিয়ার অন্যান্য ফিচার ফোনগুলো যেমন হয়। পেছনে একটাই ক্যামেরা রয়েছে এর। এলসিডি কালার ডিসপ্লে দেয়া হয়েছে। সিয়ান, চারকোল এবং রোজ় গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে নকিয়া ১১০ মডেল। নকিয়া ৮২১০ ৪জি মডেলটি লঞ্চ করা হয়েছিল ১৯৯৯ সালে।
সেই পুরাতন ডিজ়াইন দ্বারা অনুপ্রাণিত হয়ে এই নতুন মডেলটি নিয়ে আসা হয়েছে, যাতে পলিকার্বোনেট বডি রয়েছে। ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেয়া হয়েছে এই ফোনে। লাল ও ডার্ক ব্লু এই দুইটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। নকিয়া ১১০ (২০২২) ফোনটির ভিন্ন রঙের মডেলের দাম বিভিন্ন। ভারতে সিয়ান ও চারকোল মডেল দুটি পাওয়া যাবে মাত্র ১৭০০ রুপিতে। অন্যদিকে, রোজ় গোল্ড মডেলটির দাম ১৮০০ রুপি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।