বর্তমান সময়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। টেক জায়ান্ট মেটার এই অঙ্গ প্রতিষ্ঠানে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে কিছু ফোনে আর ব্যবহার করা যাবে না অ্যাপটি।

জানা গেছে, চলতি বছরের আগামী ২৪ অক্টোবর থেকে এটি কার্যকর হবে। আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। কারণ আইফোন ১০ ও ১১ সিরিজের ফোনগুলোতে আর অ্যাপটি ব্যবহার করা যাবে না বলেই জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ডব্লুএবিটাইনফোর একটি রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এরই মধ্যে সেই সব আইফোন ব্যবহারকারীদের সতর্ক করতে শুরু করেছে, যেগুলো আইওএস ১০ ও আইওএস ১১ সাপোর্ট করে।

তবে ওই সব আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারলে নতুন আইফোন কিনতে হতে পারে। আবার কিছু ক্ষেত্রে পুরোনোটাতেই চালাতে পারবেন। যদিও তা নির্ভর করবে ব্যবহারকারীর কাছে কোন আইফোন মডেল রয়েছে তার উপর।