বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে ইয়ারবাড। গান শোনা ও কথা বলাতে প্রযুক্তিপ্রেমীরা এই ইয়ারবাড ব্যবহার করেন। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের নতুন ইয়ারবাড গ্যালাক্সি বাডস ২ প্রো বাজারে এনেছে।

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো ইয়ারবাডটি ইন-ইয়ার ডিজাইনে তৈরি করা হয়েছে। উন্নত নয়েজ আইসোলেশনের পাশাপাশি কানে ভালোভাবে আটকে থাকার জন্য ব্যবহার করা হয়েছে সিলিকনের ইয়ারটিপ। স্যামসাং দাবি করেছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ৩৩ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম এই ইয়ারবাড। শুধু তাই নয়, এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৩।

গ্যালাক্সি বাডস ২ প্রো ডিভাইসটি পানিতে পড়ে গেলেও নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। একবার চার্জে ৩৭ ঘণ্টা পর্যন্ত টানা গান শোনা যাবে। ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ৫ মিনিট চার্জে ৫৫ মিনিট পর্যন্ত এ দিয়ে গান শোনা যাবে। স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো এর দাম নির্ধারণ করা হয়েছে ২২৯ ডলার যা বাংলাদেশি প্রায় মুদ্রায় ২১ হাজার টাকা।