বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করা শব্দ অনুমানের গেম ‘ওয়ার্ডল’-এর মতোই গান বা মিউজিক অনুমানের গেম ‘হার্ডল’ কিনে নিয়েছে প্রভাবশালী অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই।
মঙ্গলবার (১২ জুলাই) নতুন এই গেম কেনার ঘোষণা দিয়েছে সুইডেনের এ টেক জায়ান্ট। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ মজা করে বলেছে, হার্ডল খেলতে গিয়ে গেমটি আপনাকে যদি স্পটিফাই অ্যাপে নিয়ে যায় তাহলে অবাক হবেন না, কারণ এটি কোনো ধরনের ত্রুটি নয়।
ওয়ার্ডল গেমটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস তা কিনে নিয়েছিল। হার্ডল গেমের মধ্যে একটি জনপ্রিয় গানের প্রথম সেকেন্ড শুনতে পান ব্যবহারকারী। ওই গান এক সেকেন্ডের মধ্যে অনুমান করতে পারলে গেমটি জিতে যান তিনি। আর গানটি অনুমান করতে না পারলে আরও ছয়টি সুযোগ দেয়া হয় ব্যবহারকারীকে, যেখানে প্রতিটি ব্যর্থ অনুমানের পর ক্লিপের সময়কাল দ্বিগুণ হয়ে যায়।
শেষ অনুমানের সময় পুরো ১৬ সেকেন্ড পান ব্যবহারকারী, যার মাধ্যমে তিনি আসলেই সঙ্গীত অনুরাগী কিনা, সেই বিষয়টি যাচাই করা সম্ভব হয়। নিউইয়র্ক টাইমস কত দামে ওয়ার্ডল কিনেছিল সেটি এখনও অপ্রকাশিত। হার্ডল ক্রয়ের দামও প্রকাশ করেনি স্পটিফাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।