টেলিগ্রামের একটি আপডেট দুই সপ্তাহ ধরে আটকে রেখেছে অ্যাপলের ‘অ্যাপ রিভিউ’ সিস্টেম। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টেলিগ্রামের সিইও ও প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।

কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই আপডেট আটকে রাখার খবরটি এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন মেসেজিং অ্যাপটির প্রতিষ্ঠাতা। তার দাবি, মেসেজিংয়ে মানুষের নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে ‘বিপ্লব’ নিয়ে আসবে নতুন এই আপডেট। তিনি বলেছেন, অ্যাপলের এই ধরনের ‘অস্পষ্ট’ অ্যাপ রিভিউ ব্যবস্থার কারণে নিরুৎসাহিত হচ্ছে টেলিগ্রাম।

তিনি আরও বলেন, বৈশ্বিকভাবে শীর্ষ ১০টি জনপ্রিয় অ্যাপের অন্যতম টেলিগ্রামই যদি এই ধরনের আচরণ পায়, তবে তুলনামূলক ছোট আকারের অ্যাপ নির্মাতাদের অসুবিধার অভিজ্ঞতা কল্পনাতীত। নতুন আপডেটের মধ্যে কী আছে, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ অ্যাপল ও টেলিগ্রামের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।