মিডিয়া এডিটর নতুন করে সাজানোর পাশাপাশি ছবি ও ভিডিওর বিভিন্ন অংশ এডিটের জন্য বেশকিছু নতুন টুল যুক্ত করেছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। বছরের শেষ আপডেটের অংশ হিসেবে এগুলো যুক্ত করে প্লাটফর্মটি। খবর টেকটাইমস।

এক বিবৃতিতে প্লাটফর্মটি একটি ব্লার টুল চালুর কথা জানিয়েছে। যেটি ব্যবহারের মাধ্যমে কোনো ছবি বা ভিডিওর নির্দিষ্ট কিছু অংশ ঢেকে দেয়া যাবে। ফলে ছবি বা ভিডিওতে স্পর্শকাতর কিছু থাকলে ও অন্য কারো চেহারা থাকলে তা ঘোলা হয়ে যাবে।

ছবির ঘোলা করা অংশের সঙ্গে সামঞ্জস্য আনতে ব্যবহারকারীকে আইড্রপার টুলটি ব্যবহার করতে হবে । এছাড়া ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতোই ছবি বা ভিডিওতে টেক্সটের ব্যাকগ্রাউন্ড, আকার ও ফন্ট বদলানোর বিভিন্ন উপায় যোগ করছে মেসেজিং সেবাটি।

টেলিগ্রাম আরো বলছে, তাদের ঢেলে সাজানো ড্রইং টুল গতিশীল উপায়ে আকার বদলাবে। কিন্তু সেটি ব্যবহারকারী কত দ্রুত আঁকছেন তার ওপর নির্ভর করবে।

এডিটরে থাকা প্লাস আইকনে চাপ দিয়ে আয়তনক্ষেত্র, বৃত্ত, তীর, তারা ও চ্যাট বাবলের মতো বিভিন্ন আকার দ্রুত যোগ করার সুবিধাও চালু করেছে অ্যাপটি।