ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছেন চলমান মুদ্রাস্ফীতি কমে গেলে গাড়ির দাম কমানো সম্ভব হবে।
শুক্রবার (১৫ জুলাই) এক টুইট বার্তায় এ কথা জানান তিনি। বর্তমান বাজার পর্যবেক্ষণ করে ডেইলি মেইল জানিয়েছে, এখন টেসলার মডেল Y-এর দাম প্রায় ৬৫,৯৯০ ডলার। গত কয়েক মাসে গড়ে প্রায় ৬০০০ ডলার করে গাড়ির মূল্যবৃদ্ধি করেছে টেসলা।
টেসলার মতে, অতিরিক্ত সাপ্লাই চেইন সমস্যার কারণে গাড়ি ও ব্যাটারিতে ব্যবহৃত কাঁচামালের খরচ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এতে করে সমন্বয় করতে দাম বাড়ছে গাড়ির। কয়েক সপ্তাহ আগে ইলন মাস্ক মার্কিনিদের অর্থনৈতিক মন্দার ঝুঁকি সংক্রান্ত সতর্কতা দিয়েছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ ৯.১ শতাংশ মুদ্রাস্ফীতিতে রয়েছে। এমতাবস্থায় টেসলাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান পণ্যের দাম বাড়িয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।