মার্কিন প্রযুক্তিবিদ ইলন মাস্ক এ বছরেই কক্ষপথে স্টারশিপ পাঠানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সোমবার (১১ জুলাই) টেক্সাসে স্টারশিপ স্পেসক্র্যাফটের বুস্টার রকেট পরীক্ষার সময় এর ইঞ্জিন বিস্ফোরিত হওয়ায় সেই পরিকল্পনা পেছানোর সম্ভাবনা দেখা দিয়েছে।

সুপার হেভি বুস্টার ৭-এর প্রোটোটাইপ বিস্ফোরণের পর টুইট করেছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক। তিনি টুইটারে লিখেন, “হ্যাঁ, আসলে বিষয়টা ভালো হলো না। দল ক্ষতির হিসাব করে দেখছে,” বুস্টার রকেটটি নিয়ে স্পেসএক্সের পরীক্ষা নিজস্ব চ্যানেল ‘নাসা স্পেসফ্লাইট’ থেকে লাইভস্ট্রিম করছিল নাসা। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লাইভস্ট্রিমের জন্য সবচেয়ে কাছে থাকা ক্যামেরাটিও বিস্ফোরণে কেঁপে উঠেছিল।

মুহুর্তের মধ্যে বুস্টার রকেটের নিচের অংশটি আগুন ও ধোঁয়ায় আড়াল হয়ে যায়। বিস্ফোরণের পরেও টেস্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল বুস্টার রকেটটি। টেক্সসের বোকা চিকায় বুস্টার রকেটটি নিয়ে দিনব্যাপী পরীক্ষা চালাচ্ছিল স্পেসএক্স। ৩৩টি র‌্যাপটর ইঞ্জিন আছে রকেটটিতে। এ বছরেই স্টারশিপ রকেট কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে স্পেসএক্স। তবে কোনো নভোচারী থাকবে না এতে।