পাঁচ হাজার অতিথি নিয়ে ভেসে থাকবে চালকবিহীন বিমান। যেখানে থাকবে সিনেমা হল, শপিং মল এবং জিমও। এ যেন দৈত্যাকার ও ভাসমান এক হোটেল। সম্প্রতি ‘স্কাই ক্রজ’ নামে এ রকমই একটি বিমানের নকশা দেখা গেছে একটি ভিডিওতে।

পারমাণবিক জ্বালানি (নিউক্লিয়ার ফিউশন) দিয়ে চালিত দৈত্যাকার বিমানটি একবার উড্ডয়নের পর বেশ কয়েক মাস ধরে ভেসে থাকতে সক্ষম হবে। এতে থাকবে ২০ টি ইঞ্জিন। নতুন যাত্রীদের আনা-নেয়ার জন্য হোটেলটিতে যুদ্ধজাহাজের মতো ডক থাকবে। সেখানে ছোট বিমানও ওঠানামা করতে পারবে। বিমানটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি মাসের মাসের পর ভাসমান অবস্থায় থাকতে পারে। যাত্রী ওঠানামা, বিমানের যান্ত্রিক সমস্যার দেখাশোনা, সবই হবে মাঝ আকাশে। এ যেন মার্ভেলের এভেঞ্জার্স সিনেমার সেই বিশালাকার যুদ্ধজাহাজ।

বিমানটির আসল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন। সেই নকশার ওপর ভিত্তি করে হাসেম আলঘাইলি নামে এক ব্যক্তি ভবিষ্যতের বিমানের এই ভিডিওটি তৈরি করেছেন। ইউটিউবে ভিডিওটি শেয়ারও করেছেন হাসেম নিজেই। ভিডিওটিতে আরও দেখা গেছে, বিমানটিতে থাকবে রেস্তরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও। তবে আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ বলেছেন, যদি একবার পরমাণু চুল্লিতে কোনও যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তবে বিমানটি দুর্ঘটনায় পড়বে যা সহজেই কোনও শহরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হবে।