সম্প্রতি ইউএফও (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট) বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য দিয়েছে মার্কিন কংগ্রেস।
৫০ বছরে ধরে যত ইউএফও দেখা গেছে, সেগুলোর ওপর সম্প্রতি প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে উন্মুক্ত শুনানির আয়োজন করা হয়। প্রায় দুই মাসের বিতর্ক আলোচনা শেষে গত মাসে (২৬ জুলাই) ২৩ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করা হয়।
একই সঙ্গে ইনটেলিজেন্স অথোরাইজেশন অ্যাক্ট নামে একটি আইন প্রণয়ন করা হয়। রিপোর্টে কংগ্রেস মূলত দুটি চমকপ্রদ তথ্য দিয়েছে। যার একটি হচ্ছে, কিছু ইউএফও মানুষের তৈরি নয়। আইনপ্রণেতারা বলছেন, ইউএফওগুলোকে তারা দুই ভাগে বিভক্ত করেছেন। এর কিছু মানুষের তৈরি আর কিছু মানুষের তৈরি নয়। দ্বিতীয় তথ্যটি হচ্ছে, মানুষের তৈরি নয় এমন ইউএফও দিন দিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হয়ে উঠছে।
এই হুমকি মোকাবিলায় ইন্টেলিজেন্স অথোরাইজেশন অ্যাক্ট নামে একটি খসড়া আইন প্রণয়ন করা হয়েছে। আইনটি সিনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সে সর্বসম্মতিক্রমে গৃহীত হযেছে। এতে ইউএফওকে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে। নতুন নাম দেয়া হয়েছে ‘আনআইডেন্টিফাইড অ্যারোস্পেস-আন্ডারসি ফেনোমেনা’ (ইউএইউপি)। এর মাধ্যমে জল-স্থলের সব অজ্ঞাত বস্তুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।