বর্তমান সময়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নিত্যনতুন প্রযুক্তির স্মার্টওয়াচ বাজারে আনছে বিশ্বের নামিদামি কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় স্মার্টওয়াচে একটা বড় পরিবর্তন আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
জানা গেছে, প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে, যেখানে সময় দেখানোর পাশাপাশি শরীরের তাপমাত্রাও মাপবে স্মার্টওয়াচ। জ্বর কিংবা শরীরের তাপমাত্রা বাড়লে তাৎক্ষণিক তা জানা যাবে। এমনকি কেউ গর্ভবতী হলেও বলে দেবে স্মার্টওয়াচ। সাধারণত নারীরা সন্তানসম্ভবা হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। অতিরিক্ত এই তাপমাত্রা পরিলক্ষিত হলেই ওই নারীকে পরীক্ষা করার পারমর্শ দেবে স্মার্টওয়াচ।
বাজারে আসতে যাওয়া ‘অ্যাপল ওয়াচ ৮’ স্মার্টওয়াচে এ সুযোগ মিলবে। এছাড়া সম্প্রতি নতুন অ্যাপল ওয়াচের তথ্য ফাঁস করেছে ব্লুমবার্গের মার্ক গুরম্যান। যেখানে বলা হয়েছে, শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করলে শনাক্ত করবে নতুন ঘড়ির সেন্সর। সঙ্গে সঙ্গে জ্বর নিশ্চিত করার জন্য ব্যবহারকারীকে থার্মোমিটার ব্যবহারের পরামর্শ দেবে।
এই স্মার্টওয়াচের বিষয়ে একাধিক তথ্য সামনে আসলেও কবে নাগাদ বাজারে আসবে তা নিয়ে মুখ খুলেনি আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তবে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই বিশ্ব বাজারে আসতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।