খুব কম মানুষই আছেন যারা কিনা ইয়ারপডের কেসিং হারিয়ে যাওয়ার সমস্যায় পড়েননি। কেস থেকে ইয়ারবাডগুলো বের করার পর কোথায় রেখেছেন কেসিং তা বেমালুম ভুলে যান অনেকেই।
তবে এবার সমাধান জন্য ইয়ারপড প্রো নিয়ে হাজির হয়েছে অ্যাপল। প্রিসিশন ফাইন্ডিং ফিচারটির মাধ্যমে ইউআই এনাবলড আইফোনের ব্যবহারকারীরা গাইডেড ডিরেকশনে তাদের ভুলে যাওয়া পা ফেলে আসা চার্জিং কেস শনাক্ত করতে পারবেন।
এখন থেকে হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজতে বর্তমানে ম্যাকবুক বা আইফোনে ফাইন্ড মাই অ্যাপ রয়েছে। তবে প্রিসিশন ফাইন্ডিং ফিচারের মাধ্যমে কেসের সঠিক অবস্থান জানা যাবে। এছাড়াও এটিতে দেয়া হয়েছে আগের প্রজন্মের ইয়ারবাডের তুলনায় বেশি ব্যাটারি লাইফ। ব্যবহারকারীরা এখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনসহ ৩০ ঘণ্টা পর্যন্ত গান শুনতে পারবেন। যা আগের প্রজন্মের তুলনায় ৬ ঘণ্টা বেশি।
ইয়ারপডস প্রোকে একটি অ্যাপল ওয়াচ চার্জারসহ ম্যাগসেফ চার্জার, কিউআই সার্টিফায়েড চার্জিং ম্যাট বা লাইটনিং কেবল দিয়েও চার্জ করা যাবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপলের স্টোর বা অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ইয়ারপডটি। সেখানে দাম থাকছে ২৪৯ ডলার। বাংলাদেশি টাকায় যা ২৫ হাজার ৯০০ টাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।