বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক এ বছরের প্রথম তিন মাসে ১০ কোটিরও বেশি ভিডিও সরিয়েছে, এরমধ্যে বাংলাদেশিদের ৩৪ লাখেরও বেশি ভিডিও রয়েছে।
২০২২ সালের জানুয়ারি-মার্চ মাসের ওপর ভিত্তি করে তৈরি কমিউনিটি গাইডলাইন রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য বাংলাদেশিদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরানো হয়েছে।
এ সময় বিশ্বজুড়ে সরানো হয়েছে ১০ কোটি ২৩ লাখ ৫ হাজার ৫১৬টি ভিডিও। এই বছরের প্রথম ত্রৈমাসিকে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের ফলে সবচেয়ে বেশি ভিডিও সরিয়ে নেয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে ৭ম স্থানে। টিকটক কর্তৃপক্ষ বলেছে, তাদের কমিউনিটি গাইডলাইনে গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
তবে তা হতে হবে নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে। সব ধরনের গ্রাহক এবং সব কনটেন্টের জন্য তাদের মূল নীতিগুলো প্রযোজ্য। এসব নীতি প্রয়োগের ক্ষেত্রে তারা অবিচল ও সমতা বজায় রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।